ময়মনসিংহে বেপরোয়া বাস কেড়ে নিলো  ৭ প্রাণ

ময়মনসিংহে বেপরোয়া বাস কেড়ে নিলো  ৭ প্রাণ

ময়মনসিংহের মুক্তাগাছায় সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলেই ৭ জন নিহত হয়েছে।

শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে মুক্তাগাছার মানকোন নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম পরিচয় জানা যায়নি।

ময়মনসিংহ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আল আমিন জানান, ঢাকা থেকে ছেড়ে আসা জামালপুরগামী রাজিব পরিবহনের একটি বাস মুক্তাগাছা উপজেলার মানকোন এলাকায় ময়মনসিংহগামী একটি সিএনজি চালিত অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই সিএনজি অটোরিকশার চার যাত্রী নিহত হন।